এনালগ কার্ডের পরিবর্তে দেশের সব ভোটারকে স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়া হবে। নির্ভুল স্মার্টকার্ড পেতে ভোটারদের দেওয়া জাতীয় পরিচয়পত্রে কোনো তথ্যগত ভুল থাকলে তা সংশোধনের জন্য আগামী ৩১ অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে।
নির্বাচন কমিশন (ইসি) জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান পরিবর্তন ডটকমকে এ তথ্য জানান।
তিনি জানান, এই আবেদন সংশ্লিষ্ট থানা/উপজেলা নির্বাচন অফিসে জমা দিতে হবে। সংশোধনের আবেদনের সঙ্গে সংশোধনের স্বপক্ষে দলিলাদি এবং ২০০ টাকার ট্রেজারি চালান/ব্যাংক ড্রাফট/পে-অর্ডার জমা দিতে হবে।
তিনি আরও জানান, ভোটার ডাটাবেসে ভোটারদের কোনো তথ্য-উপাত্ত সঠিক আছে কিনা তা ইসির ওয়েবসাইটে www.ec.org.bd/www.nidw.gov.bd নির্ধারিত লিংকে লগ-ইন করে দেখা যাবে। এই লিংক থেকে সংশোধনের জন্য নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করে নেওয়া যাবে। এছাড়া উপজেলা/থানা নির্বাচন অফিসে সংশোধন করার জন্য আবেদন ফরম পাওয়া যাবে।
আসাদুজ্জামান বলেন, সংশোধনের জন্য ফি ট্রেজারি চালানের মাধ্যমে অথবা সচিব, নির্বাচন কমিশন সচিবালয় এর অনুকূলে পে-অর্ডার/ব্যাংক ড্রাফটের মাধ্যমে ভ্যাটসহ পরিশোধ করা যাবে। সংশোধন ফি বাংলাদেশ ব্যাংক এবং সোনালী ব্যাংকের সব শাখায় ‘১-০৬০১-০০০১-১৮৪৭- জাতীয় পরিচয়পত্র ফি’ কোডে জমা দিতে হবে। এছাড়া ফি এর ওপর নির্ধারিত ১৫ শতাংশ ভ্যাট ‘১-১১৩৩-০০০০-০৩১১ মূল্য সংযোজন কর’ কোডে জমা দিতে হবে।
মূল্য সংযোজন কর কোড ‘০০০’ এর স্থলে ফি জমাদানকারিকে কমিশনারেটের কোড ঢাকা (পূর্ব) ০০৩০, ঢাকা (পশ্চিম) ০০৩৫, ঢাকা (উত্তর) ০০১৫, ঢাকা (দক্ষিণ) ০০১০, কমিল্লা ০০৪০, সিলেট ০০১৮, রংপুর ০০৪৫, যশোর ০০০৫, খুলনা ০০০১, রাজশাহী ০০২০, চট্রগ্রাম ০০২৫ লিখতে হবে বলেও জানান তিনি।
- See more at: http://www.poriborton.com/post/38120#sthash.E4bQXL5j.dpufএনালগ কার্ডের পরিবর্তে দেশের সব ভোটারকে স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়া হবে। নির্ভুল স্মার্টকার্ড পেতে ভোটারদের দেওয়া জাতীয় পরিচয়পত্রে কোনো তথ্যগত ভুল থাকলে তা সংশোধনের জন্য আগামী ৩১ অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে।
নির্বাচন কমিশন (ইসি) জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান পরিবর্তন ডটকমকে এ তথ্য জানান।
তিনি জানান, এই আবেদন সংশ্লিষ্ট থানা/উপজেলা নির্বাচন অফিসে জমা দিতে হবে। সংশোধনের আবেদনের সঙ্গে সংশোধনের স্বপক্ষে দলিলাদি এবং ২০০ টাকার ট্রেজারি চালান/ব্যাংক ড্রাফট/পে-অর্ডার জমা দিতে হবে।
তিনি আরও জানান, ভোটার ডাটাবেসে ভোটারদের কোনো তথ্য-উপাত্ত সঠিক আছে কিনা তা ইসির ওয়েবসাইটে www.ec.org.bd/www.nidw.gov.bd নির্ধারিত লিংকে লগ-ইন করে দেখা যাবে। এই লিংক থেকে সংশোধনের জন্য নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করে নেওয়া যাবে। এছাড়া উপজেলা/থানা নির্বাচন অফিসে সংশোধন করার জন্য আবেদন ফরম পাওয়া যাবে।
আসাদুজ্জামান বলেন, সংশোধনের জন্য ফি ট্রেজারি চালানের মাধ্যমে অথবা সচিব, নির্বাচন কমিশন সচিবালয় এর অনুকূলে পে-অর্ডার/ব্যাংক ড্রাফটের মাধ্যমে ভ্যাটসহ পরিশোধ করা যাবে। সংশোধন ফি বাংলাদেশ ব্যাংক এবং সোনালী ব্যাংকের সব শাখায় ‘১-০৬০১-০০০১-১৮৪৭- জাতীয় পরিচয়পত্র ফি’ কোডে জমা দিতে হবে। এছাড়া ফি এর ওপর নির্ধারিত ১৫ শতাংশ ভ্যাট ‘১-১১৩৩-০০০০-০৩১১ মূল্য সংযোজন কর’ কোডে জমা দিতে হবে।
মূল্য সংযোজন কর কোড ‘০০০’ এর স্থলে ফি জমাদানকারিকে কমিশনারেটের কোড ঢাকা (পূর্ব) ০০৩০, ঢাকা (পশ্চিম) ০০৩৫, ঢাকা (উত্তর) ০০১৫, ঢাকা (দক্ষিণ) ০০১০, কমিল্লা ০০৪০, সিলেট ০০১৮, রংপুর ০০৪৫, যশোর ০০০৫, খুলনা ০০০১, রাজশাহী ০০২০, চট্রগ্রাম ০০২৫ লিখতে হবে বলেও জানান তিনি।
- See more at: http://www.poriborton.com/post/38120#sthash.E4bQXL5j.dpufএনালগ কার্ডের পরিবর্তে দেশের সব ভোটারকে স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়া হবে। নির্ভুল স্মার্টকার্ড পেতে ভোটারদের দেওয়া জাতীয় পরিচয়পত্রে কোনো তথ্যগত ভুল থাকলে তা সংশোধনের জন্য আগামী ৩১ অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে।
নির্বাচন কমিশন (ইসি) জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান পরিবর্তন ডটকমকে এ তথ্য জানান।
তিনি জানান, এই আবেদন সংশ্লিষ্ট থানা/উপজেলা নির্বাচন অফিসে জমা দিতে হবে। সংশোধনের আবেদনের সঙ্গে সংশোধনের স্বপক্ষে দলিলাদি এবং ২০০ টাকার ট্রেজারি চালান/ব্যাংক ড্রাফট/পে-অর্ডার জমা দিতে হবে।
তিনি আরও জানান, ভোটার ডাটাবেসে ভোটারদের কোনো তথ্য-উপাত্ত সঠিক আছে কিনা তা ইসির ওয়েবসাইটে www.ec.org.bd/www.nidw.gov.bd নির্ধারিত লিংকে লগ-ইন করে দেখা যাবে। এই লিংক থেকে সংশোধনের জন্য নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করে নেওয়া যাবে। এছাড়া উপজেলা/থানা নির্বাচন অফিসে সংশোধন করার জন্য আবেদন ফরম পাওয়া যাবে।
আসাদুজ্জামান বলেন, সংশোধনের জন্য ফি ট্রেজারি চালানের মাধ্যমে অথবা সচিব, নির্বাচন কমিশন সচিবালয় এর অনুকূলে পে-অর্ডার/ব্যাংক ড্রাফটের মাধ্যমে ভ্যাটসহ পরিশোধ করা যাবে। সংশোধন ফি বাংলাদেশ ব্যাংক এবং সোনালী ব্যাংকের সব শাখায় ‘১-০৬০১-০০০১-১৮৪৭- জাতীয় পরিচয়পত্র ফি’ কোডে জমা দিতে হবে। এছাড়া ফি এর ওপর নির্ধারিত ১৫ শতাংশ ভ্যাট ‘১-১১৩৩-০০০০-০৩১১ মূল্য সংযোজন কর’ কোডে জমা দিতে হবে।
মূল্য সংযোজন কর কোড ‘০০০’ এর স্থলে ফি জমাদানকারিকে কমিশনারেটের কোড ঢাকা (পূর্ব) ০০৩০, ঢাকা (পশ্চিম) ০০৩৫, ঢাকা (উত্তর) ০০১৫, ঢাকা (দক্ষিণ) ০০১০, কমিল্লা ০০৪০, সিলেট ০০১৮, রংপুর ০০৪৫, যশোর ০০০৫, খুলনা ০০০১, রাজশাহী ০০২০, চট্রগ্রাম ০০২৫ লিখতে হবে বলেও জানান তিনি।
- See more at: http://www.poriborton.com/post/38120#sthash.E4bQXL5j.dpufএনালগ কার্ডের পরিবর্তে দেশের সব ভোটারকে স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়া হবে। নির্ভুল স্মার্টকার্ড পেতে ভোটারদের দেওয়া জাতীয় পরিচয়পত্রে কোনো তথ্যগত ভুল থাকলে তা সংশোধনের জন্য আগামী ৩১ অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে।
নির্বাচন কমিশন (ইসি) জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান পরিবর্তন ডটকমকে এ তথ্য জানান।
তিনি জানান, এই আবেদন সংশ্লিষ্ট থানা/উপজেলা নির্বাচন অফিসে জমা দিতে হবে। সংশোধনের আবেদনের সঙ্গে সংশোধনের স্বপক্ষে দলিলাদি এবং ২০০ টাকার ট্রেজারি চালান/ব্যাংক ড্রাফট/পে-অর্ডার জমা দিতে হবে।
তিনি আরও জানান, ভোটার ডাটাবেসে ভোটারদের কোনো তথ্য-উপাত্ত সঠিক আছে কিনা তা ইসির ওয়েবসাইটে www.ec.org.bd/www.nidw.gov.bd নির্ধারিত লিংকে লগ-ইন করে দেখা যাবে। এই লিংক থেকে সংশোধনের জন্য নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করে নেওয়া যাবে। এছাড়া উপজেলা/থানা নির্বাচন অফিসে সংশোধন করার জন্য আবেদন ফরম পাওয়া যাবে।
আসাদুজ্জামান বলেন, সংশোধনের জন্য ফি ট্রেজারি চালানের মাধ্যমে অথবা সচিব, নির্বাচন কমিশন সচিবালয় এর অনুকূলে পে-অর্ডার/ব্যাংক ড্রাফটের মাধ্যমে ভ্যাটসহ পরিশোধ করা যাবে। সংশোধন ফি বাংলাদেশ ব্যাংক এবং সোনালী ব্যাংকের সব শাখায় ‘১-০৬০১-০০০১-১৮৪৭- জাতীয় পরিচয়পত্র ফি’ কোডে জমা দিতে হবে। এছাড়া ফি এর ওপর নির্ধারিত ১৫ শতাংশ ভ্যাট ‘১-১১৩৩-০০০০-০৩১১ মূল্য সংযোজন কর’ কোডে জমা দিতে হবে।
মূল্য সংযোজন কর কোড ‘০০০’ এর স্থলে ফি জমাদানকারিকে কমিশনারেটের কোড ঢাকা (পূর্ব) ০০৩০, ঢাকা (পশ্চিম) ০০৩৫, ঢাকা (উত্তর) ০০১৫, ঢাকা (দক্ষিণ) ০০১০, কমিল্লা ০০৪০, সিলেট ০০১৮, রংপুর ০০৪৫, যশোর ০০০৫, খুলনা ০০০১, রাজশাহী ০০২০, চট্রগ্রাম ০০২৫ লিখতে হবে বলেও জানান তিনি।
- See more at: http://www.poriborton.com/post/38120#sthash.E4bQXL5j.dpufপরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস